মুক্তবার্তা ডেস্ক:বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সরকারের সঙ্গে বেসরকারি উদ্যোগ ও বিনিযোগ বাড়াতে হবে। ট্যুরিজমের উন্নয়নে বেসরকারি উদ্যোগ জরুরি।
বৃহস্পতিবার রাজধানীর লেকশোর হোটেলে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্ট্রিগ্রেটেড মাউনটেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি) আয়োজিত `ডেস্টিনেশন ম্যানেজমেন্ট প্ল্যান` শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মেনন বলেন, বান্দরবান প্রাকৃতিক সৌন্দর্যময় এক নিদর্শন হলেও আমরা নানা সমস্যার কারণে এটিকে যথার্থভাবে কাজে লাগাতে পারিনি।
সরকারি-বেসরকারি উদ্যোগ এবং স্থানীয়দের আন্তরিকতা এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে বলে জানান তিনি।