মুক্তবার্তা ডেস্ক:২০১৭-১৮ অর্থবছরের আসন্ন জাতীয় বাজেটে গার্মেন্ট শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ রাখার দাবি জানিয়েছে গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন।পাশাপাশি গার্মেন্ট শ্রমিকদের স্বাস্থ্যসেবা, আবাসন, রেশনিং ও পরিবহন খাতে বরাদ্দেরও দাবি জানিয়েছন সংগঠনটির নেতারা।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, আগামী বাজেটে গার্মেন্ট শ্রমিকদের জন্য নির্দিষ্ট বরাদ্দ রাখতে হবে। দেশে প্রায় সাড়ে ৫ হাজার গার্মেন্ট কারখানায় কর্মরত ৪৫ লাখ শ্রমিক অস্বাস্থ্যকর পরিবেশে জীবন যাপন করেন। নারী শ্রমিকরা ঝুঁকি নিয়ে অনিরাপদে সন্তান প্রসব করে।
বক্তারা আরও বলেন, শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, দেশের উন্নতি হবে। গার্মেন্টস শ্রমিকরা নিরাপদ থাকলে বৈদেশিক মুদ্রার আয় বাড়বে।