বাঙলা কলেজের ছাত্রলীগের সভাপতি অনিক বহিস্কার

মুক্তবার্তা ডেস্ক:  ঢাকার মিরপুরের বাংলা কলেজ ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমান অনিককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার রাতে বাঙলা কলেজের ছাত্রলীগের সহ-সভাপতি শুভ্রা মাহমুদ জ্যোতিকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ তাকে বহিষ্কার করা হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ  ও এস এম জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, সংগঠনের নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মঙ্গলবার রাতেই তাকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগ কখনো কোনো অপরাধীকে কোনো দিন প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দিবে না।

কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শুভ্রা মাহমুদ জ্যোতির অভিযোগ, অনিকের ‘প্রতারণার শিকার’ একটি মেয়ের পাশে দাঁড়ানোয় তার ওপর হামলা করা হয়েছে। অনিকের সঙ্গে ইডেন কলেজের এক ছাত্রীর প্রেম ছিল। ওই মেয়েকে বিয়ের কথা বলে অনিক তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। একটা সময় এনিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে ওই তরুণী অনিকের নামে মামলা করতে চায়। তখন তার পরিবার বাধা দেয়। পরে মেয়েটি দুদিন আগে আমার বাসায় এসে আশ্রয় নেয়। মেয়েটিকে নিয়ে মিরপুর থানায় মামলা করতে যাওয়ায় অনিক নেতাকর্মী নিয়ে আমার বাসায় এসে আমাকে মারধর করেন।

 

Related posts

Leave a Comment