বাগদাদে গাড়ি বোমা হামলায় নিহত ১৭

মুক্তবার্তা ডেস্ক:ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণাঞ্চলে গতকাল বুধবার পুলিশের একটি চেক পোস্টে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। ওই হামলায় আরো ৬০ জন আহত হয়েছে। খবর আল জাজিরার।

নিহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য রয়েছে এবং বাকিরা বেসামরিক নাগরিক। হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিরাপত্তা এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে পুলিশ চেক পয়েন্টে হামলা চালিয়েছে।

কোনো গোষ্ঠী এখনো পর্যন্ত ওই হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়গুলোতে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বাগদাদে এ ধরনের আত্মঘাতী হামলা চালাচ্ছে।

Related posts

Leave a Comment