মুক্তবার্তা ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটারেক্ট ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়।
আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ওই বৃক্ষ রোপন কর্মসূচিটির আয়োজন করা হয়।
রোটারেক্টর রাজিয়া সুলতানা মোনালিসার সভাপতিত্বে বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুন, রোটারি ক্লাব অব ময়মনসিংহের সভাপতি রোটারিয়ান সৈকত হোসেন, রোটারি ক্লাব অব ময়মনসিংহের সাবেক সভাপতি রোটারিয়ান ফারুক খান পাঠান, স্থল পরিকল্পনা শাখার প্রধান হারুন-অর-রশিদ এবং রোটারেক্টর এ. কে. এম. ইমরান।
এ সময় ক্যাম্পাসে পঞ্চাশটি বৃক্ষ রোপন করা হয় এবং আরো আশিটি বৃক্ষ শিশুদের মাঝে বিতরণ করা হবে।