মুক্তবার্তা ডেস্ক:আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান ইসলামী সলিডারিটি গেমসের প্রথম দিনে শ্যুটিং থেকে এসেছিল রৌপ্য পদক। রাব্বি হাসান মুন্নার রৌপ্যকে ছাড়িয়ে এবার গেমসে লাল-সবুজ পতাকা ওড়ালেন আবদুল্লাহ হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা।
এটি শ্যুটিংয়ে নতুন ইভেন্ট। সর্বশেষ দিল্লিতে অনুষ্ঠিত বিশ্বকাপে এ ইভেন্টটি পরীক্ষামূলকভাবে হয়েছিল। এবার গেমসে রাখা হয়েছে এ ইভেন্টেটি। বাকি-দিশা জুটি ফাইনালে ৫-১ পয়েন্টে হারিয়েছেন ইরানের খেদমতি-নুরুজিয়ান জুটিকে। এ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তুরস্কের ওমর-সীমানুর জুটি।