বাংলা ছবি প্রযোজনা করবেন প্রিয়াঙ্কা

মুক্তবার্তা ডেস্ক:এবার বাংলা ছবি হবে। মাত্র কয়েক দিন আগেই মার্কিন একটি ওয়েবসাইটের জরিপে দ্বিতীয় সেরা সুন্দরী হয়েছেন তিনি। এছাড়াও প্রিয়াঙ্কা প্রযোজিত প্রথম ছবি ভেন্টিলেটর এবার তিনটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে।

শুধু মারাঠি নয়, পাঞ্জাবি, ভোজপুরি ছবির প্রযোজনাও করেছেন প্রিয়াঙ্কা। গুঞ্জন উঠেছে, এবার বাংলা ছবির প্রযোজনা করার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এ বিশ্বসুন্দরী।

তার কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া না গেলেও তার মা মধু চোপড়ার বক্তব্য জানা গেছে। তিনি বলেন, ‘প্রিয়াঙ্কা বরাবরই দর্শকদের ভালো গল্পের ছবি উপহার দিতে চেয়েছে। আঞ্চলিক সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত কিন্তু বৈশ্বিক আবেদনও আছে—এমন গল্পের ছবি নির্মাণে সে খুব আগ্রহী।’ প্রিয়াঙ্কার বাংলা ছবির নির্মাণের ব্যাপারে তার মা বলেন, বিষয়টা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

মোট দুইটি বাংলা ছবি প্রযোজনা করবেন প্রিয়াঙ্কা। ছবি দুটির নামও ঠিক হয়ে গেছে, ‘বৃষ্টির অপেক্ষায়’ ও ‘বাসস্টপে কেউ নেই’। এ নিয়ে প্রিয়াঙ্কা এখনো মুখ খোলেননি। তার অভিনীত প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’ মুক্তি পাচ্ছে চলতি বছরের ২৬ মে।  সব ক্ষেত্রেই এখন প্রিয়াঙ্কা বিচরণ করে বেরাচ্ছেন। প্রতিটি ক্ষেত্রেই দিচ্ছেন নিজের যোগ্যতার প্রমাণ।

Related posts

Leave a Comment