মুক্তবার্তা ডেস্ক:আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে প্রতিবন্ধিতা ও দুর্যোগঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সচিবালয়ে এ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট এনজিও-আইএনজিও’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সম্মেলন আয়োজনের জন্য ১১টি সাব কমিটি গঠন করা হয়। সাব কমিটি প্রতি ১৫ দিনে একবার ও মূল উপদেষ্টা কমিটি প্রতি মাসে একবার বৈঠকে বসে এর অগ্রগতি পর্যালোচনা করবে।
৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালনকে সংযুক্ত করে প্রথম সপ্তাহে সম্মেলনটি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয় সভায়। প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে মন্ত্রী পর্যায়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিমন্ত্রণ করার সিদ্ধান্ত নেয়া হয়। তবে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে চূড়ান্ত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে তিন থেকে সাড়ে তিন হাজার দেশি-বিদেশি প্রতিনিধিকে নিমন্ত্রণ করা হবে।
উল্লেখ্য, ২০১৫ সালের নভেম্বরে বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। ২০১৬ সালে নভেম্বরে দিল্লীতে অনুষ্ঠিত এএমসিডিআর সম্মেলনে একে প্রতিবন্ধিতা ও দুর্যোগঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন হিসেবে ঘোষণা করা হয়।