বাংলাদেশে জনপ্রিয়তায় ২য় অবস্থানে ‘হুয়াওয়ে’

মুক্তবার্তা ডেস্ক:চাহিদা ও সন্তুষ্টির কথা মাথায় রেখে ডিভাইসে অভিনব প্রযুক্তির সন্নিবেশ ঘটানোয় বাংলাদেশের গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয় হুয়াওয়ে স্মার্টফোন। এরই সুবাধে বাংলাদেশের বাজারে ২য় অবস্থানে উঠে এসেছে বিশ্বখ্যাত এ স্মার্টফোন ব্র্যান্ড।

গত বছরের ডিসেম্বরে মধ্যম পর্যায়ের ফ্ল্যাগশিপ মডেল জিআর৫ ২০১৭ উন্মোচন করেছে হুয়াওয়ে। উন্মোচনের মাত্র ১০ দিনের মধ্যে ডুয়েল লেন্স ক্যামেরার হ্যান্ডসেটটির জন্য ৫,০০০ অগ্রিম বুকিং হয়েছিলো।

ওই হ্যান্ডসেটটির অভাবনীয় সাফল্য হুয়াওয়েকে বাংলাদেশের বাজারে কয়েক ধাপ এগিয়ে নিয়েছে।

জিএফকের তথ্য অনুযায়ী, মধ্যম পর্যায়ের ডিভাইসগুলো (২০০-৩০০ মার্কিন ডলার) দ্রুতগতিতে বাজার দখলের ক্ষেত্রে হুয়াওয়ের জন্য সবচেয়ে শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচিত হয়েছে।

এই দামের মধ্যে দেশের বাজারে অন্যান্য প্রতিযোগি প্রতিষ্ঠানগুলোকে পেছনে ফেলে ৪৫ শতাংশ বাজার দখল করেছে হুয়াওয়ে।

বর্তমানে বাংলাদেশের মোট মোবাইল বাজারের ৩৭ শতাংশ দখল করে আছে স্মার্টফোন। এতে বিক্রির সংখ্যা বিচারে হুয়াওয়ে দখল করে আছে ১৫.৫ শতাংশ। ২০১৬ সালের ডিসেম্বরের জিএফকে জরিপের তথ্য অনুযায়ী গত বছরের নভেম্বরে আর্থিক মূল্যের বিচারে হুয়াওয়ের দখলে ছিলো ১৮.৯ শতাংশ যা ডিসেম্বরে বেড়ে হয়েছে ২১.৪ শতাংশ।

চ্যানেল বিস্তৃতি, নতুন ডিভাইস উন্মোচন এবং আকর্ষণীয় অফারের কারণে বাংলাদেশে এ অভাবনীয় সাফল্য আনতে সক্ষম হয়েছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে।

Related posts

Leave a Comment