মুক্তবার্তা ডেস্ক:সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে দুই সহোদরসহ তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার টেকেরঘাট সীমান্তের বুরঙ্গাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বুরঙ্গাছড়া গ্রামের নিকলাম সাংমার ছেলে নিশি আজিম (২৮) তার সহোদর বাবিল আজিম (২৬) ও একই গ্রামের লেনু সাংমার ছেলে অমর রং কিং (২৬)।
জানা গেছে, সকালে ওই তিন উপজাতি বুরঙ্গাছড়া এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। এক পর্যায়ে বিএসএফের শিলং-১১ ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে কোম্পানি হেডকোয়ার্টারে নিয়ে যায়।