‘বল-টেম্পারিং’ এর অভিযোগে ক্ষুব্ধ ডি ভিলিয়ার্স

মুক্তবার্তা ডেস্ক:সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আনা ‘বল-টেম্পারিং’ অভিযোগ নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। এ ম্যাচে তার দল কোন ধরনের ‘বল-টেম্পারিং’ করেনি বলে জানান ডি ভিলিয়ার্স।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচের ৩৩তম ওভারে বল পরিবর্তনের দাবি নিয়ে আম্পায়ারদের কাছে যান ডি ভিলিয়ার্স। কিন্তু কোনরকম সাড়া দেননি ম্যাচের দুই আম্পায়ার ক্রিস গাফানি ও রব বেইলি।
এতে বেশ হতাশ হন ডি ভিলিয়ার্স।

তিনি বলেন, ”আম্পায়ারদের জিজ্ঞাসার সময় বেশ অস্বস্তিতে ছিলাম। আম্পায়াররা বলটি ‘টেম্পারিং’ অনুধাবন করছিলেন। এমন অবস্থা দেখে আমি বেশ অস্বস্তি বোধ করি। কন্ডিশনের কারনে বলের অবস্থা পরিবর্তন হয়ে যায়। এখানে অন্য কিছুই ঘটেনি। আমি সত্যিকারার্থে আম্পারদের বুঝানোর চেষ্টা করেছি। কিন্তু তাদের বুঝাতে পারিনি।”

গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্ট টেস্টে ‘বল-টেম্পারিং’ এর অভিযোগে দক্ষিণ আফ্রিকার সে সময়কার অধিনায়ক ফাফ ডু-প্লেসিসকে জরিমানা করেছিলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

Related posts

Leave a Comment