মুক্তবার্তা ডেস্ক: বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি এখন নাকি ‘সবজি বাজার’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর মতে, ‘এখনকার অভিনেতারা টাকার জন্য নাচ-গান, সবই করতে পারে। এমনকী তেল মাসাজও বাদ যায় না।’
শেষের মন্তব্যটিতে নির্দিষ্ট কোনো অভিনেতার নাম তিনি উল্লেখ্য করেননি। তবে ইন্ডাস্ট্রিতে খবর ছড়িয়েছে, মাথা ঠান্ডা রাখার তেলের একটি বিজ্ঞাপনে ধর্মেন্দ্রর ঘনিষ্ঠ বন্ধু অমিতাভ বচ্চনকে এক অভিনেতার মাথায় মাসাজ করতে দেখা গেছে। আর ‘তেল মাসাজ’ -এর খোঁচাটি বিগ’ বিকে উদ্দেশ্য করেই নাকি দিয়েছেন ধর্মেন্দ্র।
কিন্তু কেন ঘনিষ্ঠ বন্ধুর প্রতি এমন নাখোশ হলেন ধমেন্দ্র। পর্দা কাঁপানো ‘শোলে’ ছবির জয়-বীরুর মুখে ‘ইয়ে দোস্তি হম নেহি তোড়েঙ্গে’ তো বন্ধুত্বের প্রতীকী গান হয়ে গেছে সেই কবে। তবে অনেক আগে থেকেই গুঞ্জন, অমিতাভের সঙ্গে ধর্মেন্দ্রর সম্পর্কে নাকি চিড় ধরেছে। কোনো এক অজানা কারণে অমিতাভের উপর বেশ অসন্তুষ্ট ‘বীরু পাজি’। এই খবরটা যে বিলকুল সত্যি, সেটাই জানান দিল সম্প্রতি অমিতাভকে নিয়ে ধর্মেন্দ্রর করা এক বিস্ফোরক মন্তব্য।