বর্ষবরণ উদযাপনে বিশেষ নিরাপত্তা

মুক্তবার্তা ডেস্ক:বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুতি শুরু হয়েছে বাঙলার ঘরে ঘরে। সম্প্রতি কিছু জঙ্গি হামলার পর দেশ জুড়ে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। এই উৎসব নির্বিঘ্নে পালনের জন্য নিরাপত্তা ছক চূড়ান্ত করেছে সরকার।

পহেলা বৈশাখকে কেন্দ্র করে মূলত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর এবং মূল অনুষ্ঠানস্থল রমনার বটমূলকে ঘিরে বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি এবার দেখা যেতে পারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যদের।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সম্পর্কিত এক বৈঠক থেকে বিকেল পাঁচটার মধ্যে বর্ষবরণের সকল অনুষ্ঠান শেষ করতে সকলের প্রতি অনুরোধ করা হয়েছে। নারী উত্ত্যক্তকারীদের নিবৃত রাখতে এবং ইভটিজিং প্রতিরোধে মাঠে থাকবে সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক ফোর্স।

পহেলা বৈশাখের নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বর্ষবরণ কোনো নির্দিষ্ট ধর্ম বা বর্ণের উৎসব নয়। সব বাংলা ভাষাভাষি মানুষের প্রাণের উৎসব। এই বর্ষবরণকে ঘিরে এখন পর্যন্ত কোনো হুমকি নেই। তবু সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে নানা প্রস্তুতি নেয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, বিশেষ করে মঙ্গল শোভাযাত্রা নির্বিঘ্নে করতে শোভাযাত্রা শুরুর পর মাঝপথে কোনো উৎসাহী মানুষ শোভাযাত্রায় নতুন করে মিলিত হতে পারবেন না। এতে উৎসবে কোনো বিঘ্ন ঘটবে না। এর জন্য সব গোয়েন্দা প্রধানদের সঙ্গে বৈঠক করা হয়েছে।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় মহানগর পুলিশের সঙ্গে এক সঙ্গে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও দুই সিটি কর্পোরেশন।

Related posts

Leave a Comment