মুক্তবার্তা ডেস্ক:বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে চুরি যাওয়া নবজাতককে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে উদ্ধার করেছে র্যাব-৮ এর সদস্যরা। এসময় নবজাতক চুরির অভিযোগে আটক করা হয় মা-মেয়েসহ ৩ জনকে।
আটকরা হলেন, হাওয়া বিবি, তার মেয়ে রিনা বেগম এবং রিনার স্বামী সোলায়মান হোসেন। এরা সকলে বরগুনা জেলার বাসিন্দা।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে র্যাব-৮ এর বরিশাল সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানানো হয়। একই সঙ্গে নবজাতককে তুলে দেয়া হয় তার বাবা-মা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার খোরকী গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন আকন ও তার স্ত্রী সালমা বেগমের হাতে।