বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যানের ওপর হামলা

মুক্তবার্তা ডেস্ক: বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মইদুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার রাত পৌনে ১২টার দিকে মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরের টিঅ্যান্ডটি ব্রিজের কাছে এই হামলার ঘটনা ঘটে। হামলায় মইদুল ইসলাম ছাড়াও আরও সাত থেকে আটজনের মতো আহত হয়েছেন। আহতদের মধ্যে মেহেন্দিগঞ্জ পৌরসভার মেয়র কামাল উদ্দিন খানও রয়েছেন।

জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলাম জানান- চাঁনপুর ইউপির নির্বাচনী উঠান বৈঠক শেষে রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলযোগে তিনি পাতারহাটস্থ বাসায় ফিরছিলেন। তার সঙ্গে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র কামাল উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাব আহমেদ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান আরজুসহ ১০/১৫ জন ছিলেন।

পাতারহাট বন্দরের টিঅ্যান্ডটি ব্রিজ এলাকায় আসার পর স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি নিয়ে ব্যারিকেট দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন মইদুল। পুলিশের উপস্থিতিতে তাদের ওপর হামলা চালানো হলেও পুলিশ নিরব দর্শকের ভূমিকায় ছিলেন বলে অভিযোগ তার। হামলায় তিনিসহ সাত থেকে আটজন নেতাকর্মী আহত হয়েছেন ।

এই হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আইনজীবী তালুকদার মো. ইউনুস এমপি।

Related posts

Leave a Comment