বরিশাল ব্যুরো:মৌসুমী লঘুচাপের কারণে বরিশালের নদী বন্দরে ২নং সংকেত দেয়া হয়েছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, মৌসুমী এ লঘুচাপের কারণে নদী বন্দরে ২নং এবং সমুদ্র বন্দরে ৩নং সংকেত দেখাতে বলা হয়েছে।
তিনি জানান, লঘুচাপের ফলে গত ২৪ ঘন্টায় ৪২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ স্বাভাবিক রয়েছে।
এদিকে বরিশাল বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, নদী বন্দরে ২নং সংকেত দেখাতে বলা হলেও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তেমন কোন নির্দেশনা না আসা পর্যন্ত লঞ্চ চলাচল স্বাভাবিক থাকবে।