মুক্তবার্তা ডেস্ক: বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়ন পরিষদের সদস্য জামাল সরদারসহ তার তিন ভাইকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
আহত তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অন্যরা হলেন- জামাল সরদারের ভাই জাহিদ সরদার এবং আলামিন সরদার। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইউপি সদস্য জামাল সরদার তালতলা বাজারে একটি দোকানে অবস্থান করছিলেন। ওই সময় ডিস ব্যবসায়ী রাকিবের নেতৃত্বে শাহিন ও সেলিমসহ ১০ থেকে ১২ জন ধারা অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। হামলাকারীদের প্রতিরোধে তার দুই ভাই এগিয়ে তাদেরকেও কোপায় হামলাকারীরা।
খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি।
আহতদের পরিবারের দাবি, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় জাকির মেম্বারের সঙ্গে জামাল সরদারের দ্বন্দ্ব ছিল। এর জেরেই তার লোকজন পরিকল্পিতভাবে এই হামলা করেছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মো. আওলাদ হোসেন জানিয়েছেন, অভিযুক্তদের আটকে পুলিশ মাঠে কাজ করছে।