বরিশালে কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ

মুক্তবার্তা ডেস্ক: বরিশালের বাবুগঞ্জের আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করেছে পুলিশ।

সোমবার ভোর রাতে এ অভিযানের সময় পুলিশের উপস্থিতিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে আড়িয়াল খাঁ নদীর মীরগঞ্জ পয়েন্টে অবস্থানকালে ভারতীয় কাঁপড় নিয়ে ট্রলারযোগে একটি চক্র নদী পাড়ি দিচ্ছিল। এসময় চক্রটিকে ধাওয়া করলে তারা কাঁপড়গুলো রেখে পালিয়ে যায়।

ওসি জানান, নিশ্চিত করে এখন পর্যন্ত কাপড়ের পরিমাণ না বলা গেলেও ধারণা করা হচ্ছে জব্দ করা কাপড়গুলোর মূল্য প্রায় কোটি টাকা।

Related posts

Leave a Comment