বরিশালের গৌরনদী থানার ওসি ক্লোজড

মুক্তবার্তা ডেস্ক:  বরিশালের গৌরনদী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবিরকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
সোমবার দুপুরে পুলিশ সদর দফতর থেকে এ সংক্রান্ত আদেশ বরিশালের পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছে। আদেশে অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবিরকে গৌরনদী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে মাদক নির্মূল অভিযানের নামে কয়েকজন সাধারণ ব্যবসায়ীকে মারধর ও উৎকোচ গ্রহণের অভিযোগ ওঠে গৌরনদী থানার ওসির বিরুদ্ধে। হয়রানির শিকার ব্যক্তিরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ দেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। এরই ধারাবাহিকতায় গৌরনদী থানার ওসিকে ক্লোজড করা হয়েছে।

Related posts

Leave a Comment