ববির দলের ছাত্র আন্দোলনের সম্মেলন প্রস্তুতি

মুক্তবার্তা ডেস্ক:ববি হাজ্জাজের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের ভ্রাতৃপ্রতীম সংগঠন জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের নবগঠিত জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। মো. ইসমাইল হোসেনকে আহ্বায়ক এবং মাসুদ রানা জুয়েলকে সদস্য সচিব করে ২৪ সদস্যের কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

এই কমিটি ঘোষণা করেন এনডিএমের প্রধান ববি হাজ্জাজ।

কমিটির বাকি সদস্যরা হলেন- সোহাইল জামিল সরকার (যুগ্ম-আহ্বায়ক), মোঃ মনিরুল ইসলাম আমাম, (সদস্য), মাশকুর রাতুল (সদস্য), মোঃ আসিফ ইকবাল (বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক), তাসনিম শ্যানন (দপ্তর সম্পাদক), কাজী আরাফাত রাহাত (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রচার বিষয়ক সম্পাদক), জান্নাতুল শাহেবাজ আয়েশা (প্রচার সম্পাদক),

ঢাকা বিভাগঃ খায়রুর ইসলাম (সদস্য), বশির (সদস্য), খুলনা বিভাগঃ রফিকুল ইসলাম নিশান (সদস্য), চট্টগ্রাম বিভাগঃ মোঃ নাঈমুল ইসলাম নাঈম (সদস্য), সিলেট বিভাগঃ রেদওয়ান আহম্মেদ (সদস্য), ময়মনসিংহ বিভাগঃ হাসিবুল হক শান্ত (সদস্য), রাজশাহী বিভাগঃ  মোঃ শরীফ (সদস্য), ঢাকা মহানগরঃ মোঃ মোমিনুল হক (সদস্য), মোঃ মোস্তাফিজুর রহামন ইয়ামিন (সদস্য), মোঃ আল-আমিন (সদস্য), মেহেদী হাসান (সদস্য), হামিদ উল্লাহ (সদস্য), মোঃ উজ্জ্বল হোসেন (সদস্য)।

Related posts

Leave a Comment