বনানী থানার গাফিলতি পায়নি কমিটি

মুক্তবার্তা ডেস্ক:বনানীর রেইন ট্রি হোটেলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা নেয়ার ক্ষেত্রে গাফিলতির প্রমাণ মেলেনি। তবে কিছু অসঙ্গতি বা ত্রুটি-বিচ্যুতি পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেছেন, মামলা নিতে কেন দেরি হয়েছিল ও দায়িত্বে কোনো অবহেলা ছিল কি না- তদন্ত শেষে সে বিষয়ে গতকালই প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।

সোমবার দুপুরে ডিএমপি সদর দফতরে নিজ কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন আছাদুজ্জামান মিয়া।

একইসঙ্গে এ ঘটনায় খুব দ্রুত চার্জশিট দেয়া হবে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার।

Related posts

Leave a Comment