বনানীতে তরুণী ধর্ষণ মামলার প্রতিবেদন দাখিল হয়নি

মুক্তবার্তা ডেস্ক: রাজধানীর বনানীতে তরুণীকে ধর্ষণের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৪ অক্টোবর নতুন তারিখ ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম ফরহাদ বিন আমিন চৌধুরী এই দিন ধার্য করেন।

আজ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। কিন্তু প্রতিবেদন দাখিল না করায় বিচারক প্রতিবেদন দাখিলের জন্য ২৪ অক্টোবর দিন ধার্য করেছেন।

গত ৪ জুলাই রাতে জন্মদিনের দাওয়াত দিয়ে বনানীর বাসায় নিয়ে ইভান নামের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন ওই তরুণী। পরদিন গত ৫ জুলাই ধর্ষণের অভিযোগ এনে বনানী থানায় বাহাউদ্দিন ইভানকে একমাত্র আসামি করে একটি মামলা করা হয়।

Related posts

Leave a Comment