মুক্তবার্তা ডেস্ক:মানুষের অদম্য ইচ্ছা শক্তির কাছে সব ধরনের বাধা দূর হতে বাধ্য- এ কথাটির আরেক বার প্রমাণ দিলেন ‘আমেরিকান গট ট্যালেন্ট’ রিয়েলিটি শো’র এক প্রতিযোগী। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত আমেরিকান গট ট্যালেন্টের ১২তম সিজনের অডিশন রাউন্ডের এক বধির প্রতিযোগী লাখো মানুষের হৃদয় জয় করে নিয়েছেন।
৬ জুন তার গানের ভিডিও ইউটিউবে প্রকাশিত হবার পর প্রায় এক কোটি বার দেখা হয়েছে।
ম্যান্ডি হার্ভে(২৯) নামে ঐ প্রতিযোগী তার ১৮ বছর বয়সে শ্রবণশক্তি হারিয়ে ফেলেন। তারপর অনেকদিন তিনি গান গাওয়া থেকে দূরে ছিলেন। তবে আবার গাওয়া শুরু করেন তিনি।
গত মঙ্গলবার গান গেয়ে রিয়েলিটির শোর বিচারকদের মুগ্ধ করে ‘গোল্ডেন বুজার’ জিতে নেন ম্যান্ডি হার্ভে।
বিচারক সাইমন কাউল শ্রবণশক্তি হারানোর কারণ জিজ্ঞাসা করলে ম্যান্ডি হার্ভে বলেন, ‘আসলে আমি অসুস্থ। ১৮ বছর বয়সে টিস্যু ডিজর্ডারের কারণে দুই কানেরই শ্রবণশক্তি হারিয়ে ফেলি।’
হার্ভে আরো বলেছেন, মাত্র চার বছর বয়স থেকে গান শেখা শুরু করেন তিনি। কিন্তু শ্রবণশক্তি হারানো পর গান গাওয়া ছেড়ে দেন ম্যান্ডি। মাংসপেশীর স্মৃতি, ভিজ্যুয়েল টিউনার এবং পা দিয়ে কম্পন অনুভব করে গান গাওয়ার একটি উপায় বের করেন ম্যান্ডি। তারপর থেকে আবার গান গাওয়া শুরু করেন তিনি।
ম্যান্ডি হার্ভে বলেন, ‘আমি হতাশ না হয়ে জীবনে ভালো কিছু করতে চাই।’
ম্যান্ডির গানে উপস্থিত সবাই মুগ্ধ হন এবং হাততালি তাকে অভিনন্দন জানান।