বটিয়াঘাটা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মস্তকবিহীন বস্তাবন্দি লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মস্তকবিহীন লাশ  বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের গুপ্তমারী গ্রামের রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এলাকাবাসীর দেয়া খবর পেয়ে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়। তার আনুমানিক বয়স ৪০-৪৫ বছর। লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, কে বা কারা তাকে হত্যা করে শুক্রবার দিবাগত রাতে লাশ রাস্তার পাশে ফেলে গেছে। এখন পর্যন্ত লাশের নাম পরিচয় পাওয়া যায়নি।

Related posts

Leave a Comment