বজ্রপাতে নৌকাডুবির ঘটনায় আরও ৩ মরদেহ উদ্ধার

মুক্তবার্তা ডেস্ক: সাভারের বংশী নদীতে নৌকায় বজ্রপাতের ঘটনায় আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে নদীতে দুই নারীসহ এ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন কুমিল্লার দীপুলাল দেবনাথ, লালমনিরহাটের শিনতি রায় এবং গাইবান্ধার মাহেলা বেগম।

তবে এ ঘটনায় এখনও দুইজন নিখোঁজ রয়েছেন। সাভার ফায়ার সার্ভিসের কর্মকর্তা লিটন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাদের সন্ধানে মঙ্গলবার বিকেল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীতে তল্লাশি চালাচ্ছে। বুধবার দুপুরের দিকে তিনজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধারে এখনও তল্লাশি চলছে।

গত মঙ্গলবার সকাল ৮টার দিকে বৃষ্টির সময় বংশী নদীর কাতলাপুর ঘাট থেকে ফুটনগর যাওয়ার সময় একটি যাত্রীবাহী নৌকার ওপর বজ্রপাত হয়।

এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান। এ সময় নৌকা উল্টে গিয়ে পাঁচজন নিখোঁজ এবং আরও ১৪ জন আহত হন। আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মঙ্গলবার বিকেলে মারা যান। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ছয়জনে। এখনও দুইজন নিখোঁজ রয়েছেন।

Related posts

Leave a Comment