মুক্তবার্তা ডেস্কঃ স্বাধীনতার প্রশ্নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আপোষহীন। তিনি তার সারাজীবনে কখনোই কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি।
এ সময় একটি উন্নত-সমৃদ্ধ, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
মঙ্গলবার টিসিবি ভবনে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে ভিডিও বার্তায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।