বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আত্মপ্রকাশ

মুক্তবার্তা ডেস্ক:আওয়ামী লীগের সমর্থক ও সমমনা আইনজীবীদের নিয়ে ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’ গঠন করা হয়েছে। আগামী সেপ্টেম্বরে এর সম্মেলন অনুষ্ঠিত হবে।

ইউসুফ হোসেন হুমায়ুনকে আহ্বায়ক ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। যুগ্ম আহ্বায়ক হিসেবে কমিটিতে রয়েছেন প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন।

গতকাল রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গত মাসের শেষের দিকে আইনজীবীদের নিয়ে অবিভক্ত একটি সংগঠন করার জন্য আওয়ামী আইনজীবী পরিষদ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদকে বিলুপ্ত করা হয়।

Related posts

Leave a Comment