বঙ্গবন্ধুর সমাধিতে এফবিসিসিআইয়ের নবনির্বাচিত পর্ষদের শ্রদ্ধা

মুক্তবার্তা ডেস্ক:স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দেশের ব্যবসায়ী শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নবনির্বাচিত পরিচালনা পর্ষদ।

আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় এফবিসিসিআইয়ের নবনির্বাচিত জ্যেষ্ঠ সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম ও সহ-সভাপতি মুনতাকিম আশরাফসহ চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপের পরিচালকরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা জানানোর পর সম্মিলিতভাবে ফাতেহা পাঠ করা হয় এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

Related posts

Leave a Comment