মুক্তবার্তা ডেস্ক:বিভাগীয় শহর সিলেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো প্রতিকৃতি না থাকায় হতাশা জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। এই অবস্থায় ছাত্রলীগ সেখানে একটি প্রতিকৃতি স্থাপন করবে বলে জানিয়েছেন তিনি।
রবিবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতা এই কথা বলেন।
জাকির হোসাইন বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সাথে সিলেটের একটি গভীর সম্পর্ক বিদ্যমান। কিন্তু এই সিলেট জেলা শহরে শ্রদ্ধা জানানোর জন্য বঙ্গবন্ধুর কোন প্রতিকৃতি নেই। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ছাত্রলীগের নেতাকর্মীরা প্রয়োজনে নিজেরা টাকা দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করবে বলেও ঘোষণা দেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক। এ বিষয়ে সংগঠনের সব সদস্যের সহযোগিতাও কামনা করেন তিনি।
সাংবাদিকরা সিলেটে বঙ্গবন্ধুর ভাস্কর্য না থাকার বিষয়টি তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন এস এম জাকির হোসাইন।