বঙ্গবন্ধুর পিএস এ এম নূরুলের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

মুক্তবার্তা ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সচিব (পিএস) ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এ এম নূরুলইসলাম (অনু) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ এম. নূরুল ইসলাম (অনু) হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৭টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।

তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দুই ছেলে, নাতি-নাতনি, এক ভাই ও এক বোন এবং বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রয়াত নূরুল ইসলাম অনুর নামাজে জানাজা আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে আজিমপুর নতুন কবরস্থানে দাফন করা হবে।

এদিকে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী প্রবাসে আওয়ামী লীগকে সংগঠিত করার ক্ষেত্রে অনুর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ‘তার মৃত্যুতে আমরা একজন নিবেদিত প্রাণ রাজনীতিক ও দক্ষ সংগঠককে হারিয়েছি।’

শেখ হাসিনা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Related posts

Leave a Comment