মুক্তবার্তা ডেস্ক:বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, ‘১৯৭১ সালের ৭ মার্চই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার স্পষ্ট ঘোষণা দিয়েছেন। তারই নির্দেশে ও নেতৃত্বে বাংলাদেশ নামে একটি দেশ স্বাধীন হয়েছে। কেউ যেনো বৈষয়িক বিকৃতির মাধ্যমে এ সত্যকে আড়াল করতে না পারে। এ সত্যটুকু আজকের প্রজন্মকে জানাতে হবে। লেখনির মাধ্যমে, প্রকাশনার মাধ্যমে। তবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের বাঙালির ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যে চির অম্লান হয়ে থাকবেন।
শুক্রবার লন্ডনে তিন দিনব্যাপী চতুর্থ বঙ্গবন্ধু বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
পূর্ব লন্ডনের ইলফোর্ডের রেডব্রিজ টাউনহলে আয়োজিত বঙ্গবন্ধু বইমেলার অন্যতম উদ্যোক্তা সাংবাদিক বুলবুল হাসানের পরিচালনায় ও সাহিত্যিক, কলামিস্ট আব্দুল গাফ্ফার চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল কাওনাইন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, প্রশান্ত ভূষণ বড়ুয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জামাল আহমেদ খান ও বইমেলায় যোগ দিতে ঢাকা থেকে আগত প্রকাশক মাজহারুল ইসলাম ও কামরুল হাসান শায়ক।