বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার মোকামতলা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে চার জন নিহত হয়েছে। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন।

নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। অন্য তিন জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হাইওয়ে পুলিশের ওসি আবুল বাশার জানান, বুধবার সকালে ঢাকা থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জ থানার মোতামতলার পাকুরতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী কোচটি এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই পথচারী বগুড়ার শিবগঞ্জ থানার হরিরামপুর গ্রামের মৃত ভোলা আকন্দের পুত্র জোব্বার আলীসহ তিন জন মারা যান।

তিনি বলেন, এর মধ্যে এক মহিলা যাত্রী গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। এছাড়া আহত অবস্থায় ১২ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

Related posts

Leave a Comment