বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত দুই

মুক্তবার্তা ডেস্ক:বগুড়ার মহাস্থানগড়ে ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে মহাস্থানগড় এলাকার একটি ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দুইজনের নাম জানা গেলেও আহত ব্যক্তির নাম জানা যায়নি।

নিহতরা হলেন-রায়হান আলী ও জহুরুল ইসলাম। তাদের মধ্যে রায়হান বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের ইজার আলীর ছেলে। তিনি একটি চানাচুর ফ্যাক্টরির মালিক। এছাড়া জহুরুল ইসলামের বাড়ি রংপুরে। তিনি একজন আলু ব্যবসায়ী।

বগুড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অভিসার আব্দুর রশিদ জানান, ভোরে রংপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ বগুড়া যাচ্ছিল। মহাস্থানগড় ব্রিজের কাছে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে যানটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পিকআপের আরও এক যাত্রী। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হানপাতালে ভর্তি করা হয়েছে।

Related posts

Leave a Comment