বগুড়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

মুক্তবার্তা ডেস্ক:বগুড়ার কাহালুতে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আমিনুর রহমান নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে আটটার দিকে কাহালু উপজেলার কাশিমালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমিনুর রহমান ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তিনি ব্যাটারি চালিত রিকশা-ভ্যান চালাতেন।

গ্রামবাসীরা জানান, আমিনুরের সঙ্গে তার চাচাতো ভাইয়ের পারিবারিক বিরোধ ছিল। শনিবার সকালে আমিনুরের ছাগল তার চাচাতো ভাইয়ের গাছ খাওয়ায় দুজনের পরিবারের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমিনুরের বুকে তার চাচাতো ভাই ছুরি দিয়ে আঘাত করে। পরে প্রতিবেশিরা তাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Related posts

Leave a Comment