মুক্তবার্তা ডেস্ক:বগুড়ায় চার ইন্টার্ন চিকিৎসককে শাস্তি দেওয়ার প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন। শনিবার সকাল ৮টা থেকে তারা কর্মবিরতিসহ হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
রংপুর ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ফারহান রহমান বলেন, বগুড়া মেডিকেল কলেজের চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তি প্রত্যাহারসহ তাদের নিজেদের কর্মস্থলে বহাল রাখার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।
ইন্টার্ন চিকিৎসকদের শাস্তি প্রতিরোধের জন্য রংপুরে এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান ফারহান রহমান। তিনি বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।” প্রতিষ্ঠানটির উপ-পরিচালক শফিকুল ইসলাম বলছেন, কর্তৃপক্ষ ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে বসার চেষ্টা করছে।
বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা এক রোগীর স্বজনদের মারধর করায় চারজনের ইন্টার্নশিপ ছয় মাসের জন্য স্থগিত করে কর্তৃপক্ষ। এছাড়া ছয় মাস পরে তাদের চারটি ভিন্ন হসপাতালে ইন্টার্নশিপ করার শাস্তিও দেওয়া হয়।