ফ্লোরিডায় গোলাগুলি, নিহত ৫

মুক্তবার্তা ডেস্ক:যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি শিল্প এলাকায় গুলির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় সোমবার সকালের দিকে ফ্লোরিডা অঙ্গরাজ্যে  অরল্যান্ডোর উত্তর-পূর্বাঞ্চলে একটি শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের বরাতে বিবিসি বলছে, এ ঘটনার সঙ্গে সন্ত্রাসের কোনও যোগসূত্র নেই। অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

গোলাগুলির পর অরল্যান্ডোর বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

অরল্যান্ডোতে ভয়াবহ হামলার এক বছর পূর্তির এক সপ্তাহ আগে এ ঘটনা ঘটল। গত বছর এ শহরের পালস নাইট ক্লাবে হামলায় ৪৯ জন নিহত এবং অনেকে আহত হয়।

Related posts

Leave a Comment