ফ্রান্সে মার্কিন দূত হিসেবে ব্যবসায়ী নারী মনোনীত

মুক্তবার্তা ডেস্ক: ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে ক্যালিফোর্নিয়ার এক ব্যবসায়ী নারীকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার হোয়াইট হাউস এক বিবৃতিতে একথা জানায়।

জেমি ম্যাককোর নামের ৬৩ বছর বয়সী ওই ব্যবসায়ী নারী তার কোম্পানির ওয়েবসাইটে নিজেকে একজন উদ্যোক্তা, আবাসন ব্যবসায়ী এবং পান-ভোজন প্রেমী হিসেবে পরিচয় দেন।

স্বামী ফ্রাঙ্ক ম্যাককোর-এর সঙ্গে ২০১১ সালে বিবাহ বিচ্ছেদের আগ পর্যন্ত এই আইনজীবী স্বামীর সঙ্গে ম্যারিল্যান্ডে বসবাস করতেন হয় এবং স্বামীর লসএঞ্জেলস্ ডোজার্স ক্লাবের অংশীদার ছিলেন। বর্তমানে তার সাবেক স্বামী অলিম্পিক ডি মার্সেইল ফুটবল ক্লাবের মালিক।

লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা জ্যামি ম্যাককোর জর্জটাউন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ড ও ফ্রান্সের সোরবোন বিশ্ববিদ্যলয় থেকে ডিগ্রী অর্জন করেন। তিনি ১৫ বছর ধরে আইন ব্যবসা করেন।

প্রভাবশালী পত্রিকা লস অ্যাঞ্জেলেস টাইমস জানায়, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় জ্যামি প্রথম দিক থেকেই ট্রাম্পের অর্থনৈতিক নীতির সমর্থক ছিলেন। তিনি ‘ট্রাম্প ভিক্টরি’ তহবিলে ৪ লাখ মার্কিন ডলারের বেশি অনুদান দেন।

Related posts

Leave a Comment