ফেয়ারওয়েল প্রয়োজন নেই:আফ্রিদি

মুক্তবার্তা ডেস্ক:বছরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি গুডবাই জানিয়ে দিয়েছেন পাকিস্তানের ড্যাশিং অলরাউন্ডার শহিদ আফ্রিদি। টেস্ট এবং ওয়ানডেকে আগেই গুডবাই জানিয়েছিলেন তিনি। সর্বশেষ জানিয়েছিলেন টি-টোয়েন্টিকে। ক্রিকেট থেকে অবসরের পর পিসিবি থেকে আফ্রিদিকে বলা হয়েছিল, আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানানো হবে। দেয়া হবে ফেয়ারওয়েল।

কিন্তু পিসিবির সেই প্রতিশ্রুতি শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ থাকলো। ফেয়ারওয়েল আর দেয়া হচ্ছে না। বরং, পিসিবি যেন ভুলেই গেছে সেটা। এ কারণে ক্ষুদ্ধ হয়ে উঠেছেন আফ্রিদি। তিনি ক্ষুব্ধ অথচ, শান্ত গলায় বললেন, ‘ফেয়ারওয়েল আর আমার প্রয়োজন নেই। পিসিবি যে আমাকে ফেয়ারওয়েল দেবে বলেছিল, সেটাই যথেষ্ট। তাতেই তা দেয়া হয়ে গেছে।’ একই সঙ্গে জানিয়ে দিলেন, ফেয়ারওয়েল দিতে চাইলেও এখন আর তিনি নিজে সময় দিতে পারবেন না।

Related posts

Leave a Comment