মুক্তবার্তা ডেস্ক:ময়মনসিংহে এক ব্যক্তির ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০জন আহত হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ করেছে।
জেলার গফরগাঁওয়ের পাগলা বাজারে গতকাল বৃহস্পতিবার এ ঘটনার পর থেকে আজ শুক্রবার এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয়পক্ষে উত্তেজনা বিরাজ করছে ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকার ভাঙা রাস্তা-ঘাট নিয়ে পাগলা বাজারের বাসিন্দা জাহিদ শামীম তার ফেসবুকে একটি পোস্ট দেন। এ পোস্টের প্রতিবাদ করেন উপজেলার দত্তের বাজার ইউপি চেয়ারম্যানের ভাতিজা মো. আজহারুল। নিয়ে প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে স্থানীয়দের পক্ষ থেকে শালিসি বৈঠকের আয়োজন করা হয়। ঐ বৈঠক শুরু হওয়ার সময় আবারও উভয়পক্ষের মধ্যে ইট- পাটকেল ছুড়ে মারার ঘটনা ঘটে । এতে কমপক্ষে ১০ জন আহত হন । আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে।