মুক্তবার্তা ডেস্ক: আজ ২৬ আগস্ট, দিনাজপুরের ফুলবাড়ী ট্রাজেডি দিবস। জাতীয় সম্পদ রক্ষার দাবি এবং উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদে ২০০৬ সালের এই দিনে আইন শৃংখলা বাহিনীর গুলিতে প্রাণ হারান ৩ জন। আহত হন আড়াই শ’র বেশি মানুষ।
আহতরা অনেকেই পঙ্গুত্ব বরণ করে মানবেতর দিন কাটাচ্ছেন। কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি তাদের সেই দাবি। কার্যকর হয়নি সরকারের সাথে সম্পাদিত সেই ৬ দফা চুক্তি। নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করছে ফুলবাড়ীবাসী এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ বিদ্যুৎ-বন্দর জাতীয় রক্ষা কমিটি।
দিনাজপুরের ফুলবাড়ীতে এখনও বইছে স্বজন হারানোর বেদনা। এখনও শোকের মাতম।
এশিয়া এনার্জির পরিকল্পনা ছিলো ফুলবাড়ী কয়লা খনি প্রকল্প থেকে ৩০ বছরে ৫’শ ৭২ মিলিয়ন টন কয়লা উত্তোলনের। কিন্তু উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ঝুঁকি থেকে জন্ম প্রতিবাদের।
লাগাতার প্রতিবাদের অংশ হিসেবে ২০০৬ সালে ২৬শে আগস্ট কর্মসূচি চলার সময় গুলি চালায় আইন-শৃংখলা বাহিনী। প্রাণ হারান আমীন, সালেকিন এবং তরিকুল।
গুলিবিদ্ধ হয়ে ৮ জন এখনও যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন। পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। পরিবেশের ক্ষতি এবং জমি নষ্ট করে কয়লা উত্তোলনের বিরোধিতা এখনও করছে ফুলবাড়ীবাসী।
২৬ আগস্ট ‘জাতীয় সম্পদ রক্ষা দিবস’ পালন করছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং ফুলবাড়ীবাসী পালন করছে ‘ফুলবাড়ী শোক দিবস’ হিসেবে।