ফুটবল বিশ্বের তিন ‘রাজা’

মুক্তবার্তা ডেস্ক: বর্তমান ফুটবল বিশ্বে তারাই রাজা। তাদের আলোয় আলোকিত ফুটবল দুনিয়া।

তবে চলতি মৌসুমে তিন রাজার দৌড়ে বেশ এগিয়ে মেসি। দুর্দান্ত ফর্মে আছেন লিও।

ক্লাব এবং দেশের জার্সিতে সমানতালে দৌড়াচ্ছেন তিনি।

যে কাতারে আছেন আরও দুই তারকা নেইমার এবং ক্রিস্টিয়ানো রোনালদো। অদ্যাবধি ১৫ ম্যাচে ১৭ গোল ঝুলিতে পুরেছেন পাঁচবারের বর্ষসেরা লিওনেল মেসি। গোলের লড়াইয়ে তিনিই ফাস্ট বয়।

মেসির পরে আছেন রিয়াল মাদ্রিদের পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।

১১ ম্যাচে ৯ গোল তার। সিআর সেভেনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন পিএসজির ব্রাজিল সেনসেশন নেইমার। ক্লাব ও দেশের হয়ে ১২ ম্যাচে ৮ গোল করেছেন নেইমার। বর্ষসেরা ফুটবলারের তালিকায়ও আছেন এই তিনজন। যেখানে সেরার মুকুট লুফে নিতে বিবেচনায় আসবে গোলের সংখ্যাও।

২০১০ সাল থেকে ফিফা বর্ষসেরা পুরস্কার ও ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’অর একীভূত হয়ে ২০১৫ পর্যন্ত ফিফা ব্যালন ডি’অর নামে পুরস্কারটি দেওয়া হয়। তবে গত বছর থেকে ফিফা ও ব্যালন ডি’অর আলাদাভাবে পুরস্কার দেওয়া শুরু করে।

২৩ অক্টোবর লন্ডনে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।

Related posts

Leave a Comment