মুক্তবার্তা ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গিলারচালা এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গিলারচালা এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
রোববার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীদের চাপাতির কোপে হাজী মফিজ উদ্দিন ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. নিয়ামত আলী গুরুতর আহত হন। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাজী মফিজউদ্দিন সিএনজি পাম্পের মালিক প্রকৌশলী মো. তাজুল ইসলাম জানান, প্রতিদিনের মতো ফিলিং স্টেশনের ব্যবস্থাপক নিয়ামত আলী মাওনা চৌরাস্তার একটি ব্যাংকে টাকা জমা করার জন্য নগদ ১০ লাখ এবং ১৮ লাখ ও ২০ লাখ টাকার দুটি পে-অর্ডার নিয়ে ফিলিং স্টেশনের সামনেই গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।
এসময় মোটর সাইকেলযোগে দুই যুবক এসে নিয়ামতের হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে। নিয়ামত চিৎকার শুরু করলে এক পর্যায়ে ছিনতাইকারীর কাছে থাকা চাপাতি দিয়ে তার হাতে আঘাত করলে ব্যাগটি হাত থেকে নিচে পড়ে যায়। এসময় ছিনতাইকারীরা ব্যাগটি নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় নিয়ামতকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাওনা চৌরাস্তার একে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান।
একে মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক মো. সাইফুল ইসলাম জানান, আহত নিয়ামতের ডান হাতের রগ কেটে যাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামিল রাশেদ জানান, সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।