ফিরেছেন সিরাজুল আলম খান

মুক্তবার্তা ডেস্ক: স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান সাইপ্রাস এবং লন্ডনে উন্নত চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন।

সোমবার সকাল আটটায় আমিরাত এয়ারওয়েজের একটি বিমানে লন্ডন থেকে তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তাঁর প্রধান গণসংযোগ কর্মকর্তা শিকদার মো. নিজাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজুল আলম খান উত্তর সাইপ্রাসের নিয়ার ইস্ট ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসার সমস্ত প্রক্রিয়া শেষ করে গত ৭ অক্টোবর লন্ডনে ফেরেন। লন্ডনে তিনি হৃদরোগ, সিওপিডি, ফুসফুসে সংক্রামক, শিরদাঁড়া ও বুকের ব্যথার চিকিৎসা করান।

এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ৫ আগস্ট লন্ডনের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেন তিনি। ১২ আগস্ট কোমর ও উরুসন্ধিতে অস্ত্রোপচারের জন্য লন্ডন থেকে উত্তর সাইপ্রাসে যান।

১৭ আগস্ট সাইপ্রাসের নিয়ার ইস্ট ইউনিভার্সিটি হাসপাতালে সিরাজুল আলম খান-এর কোমর ও উরুসন্ধিতে ঝুঁকিপূর্ণ জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। অস্ত্রোপচার করেন তার্কিশ চিকিৎসক ও অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. কান আবদুল্লাহ এবং তার সহযোগী চিকিৎসকরা।

Related posts

Leave a Comment