মুক্তবার্তা ডেস্ক: অস্ট্রেলিয়া সিরিজ আর দক্ষিণ আফ্রিকা সফরে দর্শক হয়েই থাকতে হয়েছে মোসাদ্দেক হোসেনকে। চোখের ইনজুরির কারণে আসছে বিপিএলেও মোসাদ্দেককে নিয়ে দেখা দেয় শঙ্কা। তবে সব শঙ্কা উড়িয়ে খুশির খবর দিয়েছেন এই তরুণ ক্রিকেটার।
‘আমার এখন চোখে কোনো সমস্যা নেই। আমি বিপিএল দিয়েই ফিরছি। আশা করছি সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবো। আমি কিছু দিন আগেই অনুশীলন শুরু করেছি। আর আমাদের দলও অনুশীলন করবে, যেখানে আমি যোগ দেবো।’
৪ নভেম্বর থেকে শুরু বিপিএল। এবারের আসরের উদ্বোধনী ম্যাচ হবে সিলেটে। প্রথম দিন সুরমা সিক্সার্সের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন মোসাদ্দেক।