ফাঁস হলো অমিতাভের ‘থাগস লুক’

মুক্তবার্তা ডেস্ক: কয়েকদিন আগেই ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে আমির খানের ‘থাগস লুকের’ ছবি ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়ায়। এ ঘটনায় নাখোশ আমির শুটিং স্পটের সুরক্ষা জোরদার করেন।

কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। এবার ফাঁস হয়ে গেছে ‘থাগস অব হিন্দুস্তান’ চলচ্চিত্রে অমিতাভ বচ্চনের রূপ।

ফাঁস হয়ে যাওয়া ছবিতে বেশ হিংস্র ও ভয়ংকর রূপেই দেখা গিয়েছে অমিতাভকে। অমিতাভ ভক্তরা যাকে তুলনা করছেন হলিউডের ‘গেম অব থ্রোনস’ সিরিজের আয়রন আর্মারের সঙ্গে। ছবিতে পিঠে ঝোলানো তলোয়ার ও মাথায় কালো কাপড় পরিহিত অবস্থায় ছিলেন অমিতাভ।

‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার সেট থেকে আমিরের ছবি ফাঁস হওয়ার পর অনাহূত কাউকে সেটে ঢুকতে দেওয়া হচ্ছে না। বলে দেওয়া হয়েছে, অনুমতি ছাড়া কেউ সেটে ঢুকতে পারবে না। সংশ্লিষ্ট যারা ভেতরে আছেন, তাদের ছবি তুলতে বারণ করে দেওয়া হয়েছে। সেলফি তোলা একবারেই নিষেধ। আর এসব বিষয়ে নিশ্চিত করতে বাড়ানো হয়েছে নিরাপত্তারক্ষীর সংখ্যা। এত কড়াকড়ির পরও একই সেট থেকে ফাঁস হলো অমিতাভের ছবি।

‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় অভিনয় করছেন আমির খান, অমিতাভ বচ্চন, জ্যাকি শ্রফ, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ। পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য।

যশরাজ ফিল্মস প্রযোজিত ছবিটি মুক্তি পাবে ২০১৮ সালের ৭ নভেম্বর। এবারই প্রথম অমিতাভ বচ্চন ও আমির খান একসঙ্গে কোনো ছবিতে অভিনয় করছেন।

Related posts

Leave a Comment