ফাঁসাতে গিয়ে তিন অস্ত্র কারবারি আটক

মুক্তবার্তা ডেস্ক: প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে রাজশাহীতে অস্ত্রের তিন কারবারি র‌্যাবের হাতে আটক হয়েছেন। শুক্রবার রাত ৩টার দিকে জেলার বাঘা উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় শুটারগান, এক রাউন্ড গুলি, তিনটি মোবাইল সেট ও তিনটি সিম কার্ড উদ্ধারের কথা জানিয়েছে বাহিনীটি।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার হেলালপুর গ্রামের দেসেন আলীর ছেলে আউয়াল আলী, গঙ্গারামপুর গ্রামের মহৎ প্রামানিকের ছেলে শহীদুল ইসলাম ও মৃত হামিদুর রহমানের ছেলে কোয়েল মন্ডল।

শনিবার দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক আউয়াল ও শহীদুল ইসলাম র‌্যাবকে সংবাদ দেন, বাঘার কিশোরপুর গ্রামের জিয়াউর রহমান ওরফে জিয়া নামে এক ব্যক্তির বাড়িতে অস্ত্র আছে। এ তথ্যের ভিত্তিতে আউয়াল ও শহীদুলকে নিয়েই রাতে অভিযানে যায় র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল।

সেখানে পৌঁছানোর পর আউয়াল ও শহীদুলের কথাবার্তা ও গতিবিধি র‌্যাব সদস্যদের কাছে সন্দেহজনক মনে হয়। এ সময় আউয়ালকেই তল্লাশি করে র‌্যাব। তখন তার কাছে এক রাউন্ড গুলিসহ একটি শুটারগান পাওয়া যায়। এ সময় তাদের দুজনকেই আটক করা হয়।

র‌্যাব জানিয়েছে, আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, পূর্ব শত্রুতার জের ধরে অস্ত্রটি দিয়ে তারা জিয়াউর রহমানকে ফাঁসিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন। তারা নিজেরাই অস্ত্রের ব্যবসা করেন বলেও স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment