মুক্তবার্তা ডেস্ক:বৃহত্তর ফরিদপুর বিভাগ হতে যাচ্ছে। এ ব্যাপারে প্রস্তুতি নেয়ার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারের একটি নীতিনির্ধারণী সূত্র জানায়, মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের এক ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বৃহত্তর ফরিদপুরকে বিভাগ করার বিষয়ে নির্দেশনা দেন। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলেন।
বৃহত্তর ফরিদপুরের মানুষ দীর্ঘদিন ধরে বিভাগের দাবি জানিয়ে আসছেন। সবশেষ গত ২৯ মার্চ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের জনসভাতেও প্রধানমন্ত্রীর কাছে ফরিদপুরকে বিভাগ করার দাবি তোলা হয়। প্রধানমন্ত্রী তখন বিভাগের ঘোষণা না দিয়ে বলেন, ঢাকা বিভাগকে ভেঙে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর নিয়ে একটি বিভাগ করা হবে। তবে বিভাগীয় সদরদপ্তর কোথায় হবে তা তিনি স্পষ্ট করে বলেননি।