মুক্তবার্তা ডেস্ক:ফরিদপুর শহরের গোয়ালচামট ২নং সড়ক এলাকার থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও দুই মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দিকে শহরের হাবেলি গোপালপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে এসপি সুভাষ চন্দ্র সাহা জানান, রবিবার রাত একটার দিকে শহরের গোয়ালচামট ২নং সড়কে অভিযান চালিয়ে তিনশ বোতল ফেনসিডিলসহ মাদকবিক্রেতা মো. ঝন্টু মোল্লা এবং মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
অপর অভিযানে শহরের ২ নং হাবেলি গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে মো. শাহিন মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তার প্যান্টের ডান কোমরে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি এবং প্যান্টের দুপাশের পকেটে ৫৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।