মুক্তবার্তা ডেস্ক:ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার বাসচাপায় এক অটোবাইক চালক নিহত হয়েছেন। তার নাম তপন কুমার মন্ডল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল দশটার দিকে শহরের গোয়ালচামট এলাকার মহিম স্কুলের সামনে একটি মাহেন্দ্র পেছন থেকে একটি অটোবাইককে ধাক্কা দেয়। এতে অটোবাইক চালক তপন যানটি থেকে ছটকে রাস্তায় পড়ে যান।
পরে পেছন থেকে আসা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তপন মারা যান।
নিহতের বাড়ি সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের সাইচা গ্রামে। মরদেহ কোতোয়ালি থানা পুলিশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।