ফরিদপুরে তিন লাখ পাঠ্যবই উদ্ধার, আটক দুই

মুক্তবার্তা ডেস্ক:ফরিদপুরে তিন লাখ পিস পাঠ্যবই উদ্ধার করেছে র‌্যাব -৮ এর একটি দল। এসময় দুই ব্যক্তিকে আটক করা হয়।

শুক্রবার জেলার সদর উপজেলার গোয়ালচামট মোল্লা বাড়ি সড়ক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ফরিদপুর র‌্যাবের উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়ক এলাকার মো. সরফরাজ শেখের গোডাউন ঘরের সামনে থেকে মো. সরফরাজ শেখ(৪০) ও শেখ রমজান (৬০) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে গোডাউন তল্লাশি করে তিন লাখ পিস সরকারি পাঠ্য পুস্তক উদ্ধার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা অবৈধভাবে সরকারি পাঠ্য পুস্তক বিক্রি করার অপরাধ স্বীকার করায় ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান তাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

Related posts

Leave a Comment